Realme 828 ফেস্টিভ্যালে দেখাল 15,000mAh ব্যাটারির কনসেপ্ট ফোন

Realme 828 ফেস্টিভ্যালে 15,000mAh ব্যাটারি সহ স্লিম কনসেপ্ট ফোন দেখাল, যা 5 দিন চলতে পারে।

By NITISH

Published On:

Follow Us

🕓 1 min read

By NITISH

Published On:

🕓 1 min read

Follow Us
15,000mAh ব্যাটারির Realme কনসেপ্ট স্মার্টফোন 828 ফেস্টিভ্যালে প্রদর্শিত

পাওয়ার ব্যাংক সঙ্গে না থাকলে আধা দিন চার্জার খোঁজার সেই দিনগুলো এখনো মনে আছে। তাই 828 ফেস্টিভ্যালে যখন এই realme 15000 mah battery phone কনসেপ্টটা দেখলাম, প্রথম দেখাতেই টান লাগল। এখনই বাজারে আসছে না, কনসেপ্ট মাত্র, কিন্তু ভাবনাটাই অনেক বড়, সত্যিই বড়।

এমন ব্যাটারি, যেন অবিশ্বাস্য

15,000mAh। এই সংখ্যাটা শুনলেই ফোনের চেয়ে ল্যাপটপের কথা আগে মাথায় আসে। রিয়েলমির দাবি, মিক্সড ইউসেজে 5 দিন, টানা গেমিং, আর স্ট্যান্ডবাইয়ে মাসের পর মাস ধরে রাখতে পারে। ভাবুন, লম্বা ট্রিপে চার্জার খোঁজার ঝামেলা নেই, বা পুরো উইকএন্ড বিঞ্জ করলেও লো ব্যাটারির ভয় নেই।

আর একটা লাইন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 15,000mAh ব্যাটারি 100% সিলিকন অ্যানোড ব্যবহার করে তাই এনার্জি ডেনসিটি বেশি, কিন্তু ফোলাভাবের সমস্যায় আপাতত এটা কনসেপ্ট হিসেবেই থাকছে। ভবিষ্যতের ঝলক, তবে এখনো একটু দূরে।

স্লিম, ইটের মতো ভারি নয়

এত বড় ব্যাটারি হয়েও বডি স্লিম দেখায়, হাতে একদম ফ্ল্যাগশিপের মতো ফিল। আগের যেসব “ব্যাটারি ফোন” ব্যবহার করেছি, সেগুলো সত্যি পকেটে ইটের মতো লাগত, এটা সেরকম লাগে না।

ফোন, আবার পাওয়ার ব্যাংকও

রিভার্স চার্জিং সাপোর্ট আছে, ড্রোন হোক, আরেকটা ফোন, বা একটু আলাদা কিছু যেমন ছোট ফ্রিজ, সবকিছু চার্জ করানোর কনফিডেন্স দেয়। যেন একটা স্মার্টফোনের ভেতরেই পাওয়ার ব্যাংক লুকিয়ে আছে।

যদি এই টেক আসলেই মেইনস্ট্রিমে চলে আসে, ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা গল্প হয়ে যাবে। এখনকার জন্য এটা সেই স্বপ্ন, যেটাকে হাত বাড়িয়ে ছোঁয়া যায়, ধরা যায় না, কিন্তু আশা থাকে।

স্পেসিফিকেশন একঝলক:

  • 15,000mAh সিলিকন অ্যানোড ব্যাটারি
  • MediaTek Dimensity 7300
  • 12GB RAM + 256GB স্টোরেজ
  • 6.7 ইঞ্চি ডিসপ্লে
  • USB C রিভার্স ওয়্যার্ড চার্জিং

হাই, আমি নিতিশ মজুমদার, ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কনটেন্ট রাইটার। আমি অটোমোবাইল, স্মার্টফোন, টেক, ফাইন্যান্স এবং ট্রেন্ডিং খবর নিয়ে লিখি। আমার লক্ষ্য হলো তথ্যবহুল আর্টিকেল, বিস্তারিত রিভিউ এবং সাম্প্রতিক আপডেট দেওয়া যা পাঠকদের জানাশোনা ও আকর্ষিত রাখে। আমার লেখা প্রযুক্তিগত জ্ঞানকে স্পষ্ট, আকর্ষণীয় গল্পের সঙ্গে মিশিয়ে দেয়, যাতে উত্সাহী এবং সাধারণ পাঠক দুজনই সহজে বুঝতে পারে। 📧 যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন: i.nitishm2025@gmail.com

Leave a Comment

Join WhatsApp Channel