লম্বা বাসে যেতে যেতে যখন ফোন 10% এ, নোটিফিকেশন এলেই বুক ধকধক করে। তাই 7000mAh শুনলেই মনে হয়, আহা বাঁচলাম। Lava Agni 4 5G নামটা দেখেই বুঝি, পাওয়ার নিয়েই নামছে। সারাদিন রিল, ম্যাপ, গান, কল, ব্যাটারির বার হেলে দুলে নামে, দৌড়য় না। 80W চার্জিং মানে চা খেতে খেতেই ভালোমতো চার্জ উঠে যাবে, সারারাত চার্জারে রাখার ঝামেলা নেই।
বানানো আর হাতে ফিল
ফ্ল্যাট সাইড, মেটাল ফ্রেম, একদম পরিষ্কার ক্যামেরা আইল্যান্ড। হাতে নিলে ভারসাম্যটা বেশ হেব্বি লাগে, পকেটেও চেপে বসে না। অফিস মিটিং হোক বা ট্রামে দাঁড়িয়ে স্ক্রল করা, ফোনটা চুপচাপ স্টাইলিশ দেখায়, বাড়তি দেখনদারি নেই।
পারফরম্যান্স আর ডিসপ্লে
120Hz AMOLED থাকলে স্ক্রলিংটা মাখনের মতো দৌড়োবে, অ্যাপ খুলবে টিক টিক করে। গেম খেলার সময় যদি ফোনের সেটিংস ঠিকঠাক টিউন করা থাকে, স্ক্রিনে হঠাৎ হঠাৎ থেমে যাওয়া কম হবে এবং একসাথে অনেক কাজ করলেও চাপ পড়বে না। দেখতেও নরম আরামদায়ক লাগবে, রংগুলোও একদম পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে।
ক্যামেরা আর রোজকার ইউজ
50MP ডুয়াল ক্যামেরাতে OIS থাকলে রাতে পার্ক স্ট্রিটের লাইটে বা চলন্ত মেট্রোতে শট নিলে ব্লার অনেকটাই কমে। 32MP ফ্রন্ট ক্যাম ভিডিও কল আর স্টোরিতে হালকা বাড়তি শার্পনেস দেয়, রিল বানালে বোঝাই যায়।
দাম আর কার জন্য
₹25,000 এর নিচে এই ব্যাটারি, চার্জিং আর বিল্ড কোয়ালিটির মিশেলটা এককথায় ফাটাফাটি। যাদের দিনে বারবার চার্জার খোঁজা লাগে, তাদের জন্য Lava Agni 4 5G বেশ শান্তির। Lava অর্ধেক প্রমিসও যদি রাখে, ব্যাটারি নিয়ে জ্বালা কমবে অনেকটা। লঞ্চিং সম্ভাবনা অক্টোবর এর শুরুর দিকে।
Specifications
- 7000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং
- 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
- প্রীমিয়াম মেটাল ফ্রেম, ফ্ল্যাট সাইডস
- ডুয়াল 50MP রিয়ার উইথ OIS, 32MP ফ্রন্ট
কী মনে হচ্ছে সেট টা নিয়ে। কোমেন্ট করুন, পোস্টটা শেয়ার করে দিন আর আপডেটের জন্য ফলো করুন। আর চাইলে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন, লিঙ্কটা ডানদিকে বা পোস্টের শুরুতেই পাওয়া যাবে।