Ather unveils Project Redux : ভবিষ্যতের এক ওয়াইল্ড ইলেকট্রিক মটো স্কুটার

বেঙ্গালুরুতে Ather Project Redux কনসেপ্ট লঞ্চ, সঙ্গে অ্যাডাপটিভ আরগোনমিক্স আর নেক্সট-জেন রাইডার টেক।

By NITISH

Published On:

Follow Us

🕓 1 min read

By NITISH

Published On:

🕓 1 min read

Follow Us
MorphUI স্ক্রিন আর অ্যাডাপটিভ পোস্টার ডিজাইনের Ather Project Redux কনসেপ্ট

Independence Day buzz এখনো শেষ হয়নি, তার মধ্যেই Ather Project Redux আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। মঞ্চে দেখার সাথে সাথেই বোঝা যায়, স্কুটারের ফুর্তি আর স্পোর্ট বাইকের attitude একসাথে মিলেছে। শার্প ফ্রন্ট, হাই টেইল আর এক্সপোজড স্ট্রাকচার চোখ সরাতে দেয় না। Heads will definitely turn.

ফিল ফার্স্ট ডিজাইন

3D printed mesh সিটে বসলেই টের পাওয়া যায় হালকা কিন্তু শক্তপোক্ত গ্রিপ। স্পিড ব্রেকারেও কনফিডেন্স নষ্ট হয় না। AmpliTex প্যানেল হাতে নিলে বোঝা যায় কতটা solid আর প্রিমিয়াম। বাড়তি show-off নয়, একেবারে practical। ছবিতে যেমন সুন্দর লাগে, বাস্তবে ট্র্যাফিকে দাঁড়িয়েও আলাদা কুলনেস পাওয়া যাবে।

টেক দ্যাট রিঅ্যাক্টস

MorphUI স্ক্রিন মোড বদলালেই গোটা লেআউট বদলে যায়। ক্রুজ মোডে ন্যাভিগেশন সামনে আসে, আর স্পোর্ট মোডে পারফরম্যান্স ডিটেলস প্রাধান্য পায়।

Haptic throttle ছোট ভাইব দিয়ে eco limit, regen আর overspeed-এর সিগন্যাল জানিয়ে দেয়। ফলে চোখ স্ক্রিনে আটকে না থেকে ফোকাস রাস্তায় থাকে। Posture shift আর adaptive dynamics রাইডারকে আরামদায়ক ভঙ্গি থেকে মুহূর্তে নিয়ে যায় স্পোর্টি lean-এ। সাসপেনশনও রাস্তাভেদে নিজেকে ঠিক মতো মানিয়ে নেয়।

কেন এটা বিগ

Ather বলছে এটা কনসেপ্ট মডেল, কিন্তু ফিচারগুলো যেন সরাসরি ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করছে। Keyless walk up, Take Off launches আর modular EL platform সব মিলে বোঝাই যাচ্ছে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

সব ফিচার হয়তো একসাথে প্রোডাকশনে আসবে না, কিন্তু Ather-এর স্বভাবই হলো আস্তে আস্তে সেরা টেকনোলজি নিয়ে আসা। শহরের রাইডারদের জন্য silent speed + smart tech এককথায় পারফেক্ট টিজ।

স্পেক স্ন্যাপশট

  • Ather Project Redux কনসেপ্ট, অ্যালুমিনিয়াম ফ্রেম, AmpliTex বডি প্যানেল
  • MorphUI ডিসপ্লে, পোস্টার-বেসড আরগোনমিক্স, অ্যাডজাস্টেবল সাসপেনশন
  • হ্যাপটিক থ্রটল কিউ, কিলেস অ্যাপ্রোচ, Take Off লঞ্চ-স্টাইল মোড

ভাল লেগে থাকলে কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। আমাদের WhatsApp গ্রুপেও জয়েন করতে পারেন। লিংক ডানদিকে বা পোস্টের শুরুতেই পাবেন।

হাই, আমি নিতিশ মজুমদার, ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কনটেন্ট রাইটার। আমি অটোমোবাইল, স্মার্টফোন, টেক, ফাইন্যান্স এবং ট্রেন্ডিং খবর নিয়ে লিখি। আমার লক্ষ্য হলো তথ্যবহুল আর্টিকেল, বিস্তারিত রিভিউ এবং সাম্প্রতিক আপডেট দেওয়া যা পাঠকদের জানাশোনা ও আকর্ষিত রাখে। আমার লেখা প্রযুক্তিগত জ্ঞানকে স্পষ্ট, আকর্ষণীয় গল্পের সঙ্গে মিশিয়ে দেয়, যাতে উত্সাহী এবং সাধারণ পাঠক দুজনই সহজে বুঝতে পারে। 📧 যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন: i.nitishm2025@gmail.com

Leave a Comment

Join WhatsApp Channel